Daily News BD Online

পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


আনোয়ার হোসেন, রংপুর প্রতিনিধ 

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে রংপুরের পীরগঞ্জে  ২০ আগষ্ট রোজ মঙ্গলবার জাতীয়তাবাদী দল বিএনপি সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা দলীয় কার্যালয় চত্বরে  পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদুল নবী চৌধুরী পলাশ সদস্য সচিব জাকির হোসেন যুগ্ন আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, পৌর বিএনপির আহবায়ক সাইফুল আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রতন মিয়া যুব দলের আহ্বায়ক আব্দুস সালাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিলু প্রমুখ। আলোচনা সভা শুরু পূর্বে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে দলীয় নেতাকর্মীরা উপজেলা সদরে এক বর্ণাঢ্য রেলি পৌরসভার প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ করে উক্ত রেলিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন