Daily News BD Online

মানবাধিকার অফিস দখল করার অভিযোগ খিলক্ষেত বিএনপির আনোয়ারের বিরুদ্ধে


 

নিজস্ব প্রতিনিধি : মানবাধিকার সংগঠন" বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন" এর অফিস নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে দখল করার অভিযোগ উঠেছে খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহবায়ক সি এম আনোয়ার হোসেন এর বিরুদ্ধে। দলীয় শতাধিক নেতাকর্মী নিয়ে গিয়ে মানবাধিকার সংগঠনের সদস্যদের মারধোর হুমকি ধামকি নাজেহাল করার পরে দখল করেন। দখল করার পরে অফিসটির সামনে "খিলক্ষেত শিশু পার্ক" লেখা একটি ব্যানার সাঁটানো ও ব্যানারের সামনে দাড়িয়ে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের দখল নেতৃত্বে দেওয়া সকলকে সাথে নিয়ে ছবি তোলে, সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে তুমুল আলোচনা ও সমালোচনা সৃষ্টি হচ্ছে। বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সি এম আনোয়ার হোসেন সহ ছবিতে দেখা নেতা?। ছবিতে প্রমানিত অভিযুক্তদের চিহ্নিত করে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের
দলীয় পদ থেকে বহিষ্কার করা ও দলীয় সাংগঠনিক সিদ্ধান্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয়দের দাবি।
বিএনপির সি এম আনোয়ার হোসেনের নেতৃত্বে মানবাধিকার অফিস দখলের প্রতিবাদে  মানববন্ধন কর্মসূচি ও লিখিত অভিযোগ করা হবে জানান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। খিলক্ষেত বাজার, রেললাইন এলাকায়  ও ফুটপাত রাম্তাঘাটে চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং দখল কান্ড ঘিরে আলোচনায় কিছু বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দখল চাঁদাবাজি নিয়ন্ত্রণে হামলা ভাংচুর, সশস্ত্র মহড়া, রক্তাক্ত জখম ঘটনা একাধিক বার ঘটেছে।  নেতাকর্মী আহত হয়েছে অনেকেই। পাল্টাপাল্টি প্রতিযোগিতা চলছে রেলওয়ে এলাকায় সরকারি জমি দখল চাঁদাবাজি নিয়ে আধিপত্য বিস্তার লড়াই।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আলাদা আলাদা গ্রুপিং রাজনীতি করে যাচ্ছে। একাধিক দলীয় কার্যালয় রয়েছে।
 ৪ ভাগে বিভক্ত বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপির নেতাকর্মীরা নিজেদের মধ্যে মারামারি পিটা পিটি, সশস্ত্র মহড়া,  ধাওয়া পাল্টা ধাওয়া, রক্তাক্ত জখম করার একাধিক ঘটনা ঘটিয়ে আলোচনায় তুঙ্গে রয়েছে। যৌথ বাহিনী, থানা পুলিশ, স্থানীয় সাংবাদিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ সহ অধিকাংশ সকল শ্রেণির খিলক্ষেতের মানুষ অবগতি রয়েছে। জানাজায়ঃ  খিলক্ষেত এলাকায় বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) এর সদস্যদের টাকায় একটি অস্থায়ী কার্যালয় নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়। খিলক্ষেত বাজার রেললাইনের পাশে (রেলওয়ে সরকারি জমিতে) বালু মাটি ফেলে ভরাট করার পরে বাঁশ খুঁটি নির্মাণ কাজ চলার সময় গত বৃহস্পতিবার বিকালে খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সি এম আনোয়ার নেতৃত্বে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সৈকত উল ইসলাম, মামুন, শরিফ, সরিফ, সুজন, মামুন, সাদ্দাম, বাসার, মোতালিব, খোকন, বাদশা, মজনু, ইব্রাহিম সহ অর্ধশতাধিক বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং একটি ব্যানার টানান খিলক্ষেত শিশু পার্ক এর নামে যা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি করে যাচ্ছে!। মাত্র -৩০ ফিট বায় ২৫ ফিট জায়গায় কী পার্কটি করা সম্ভব!। দখল করার সময় উক্ত "বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) উক্ত সংগঠনের সদস্যদের মারধোর করা হয়, হুমকি ধামকি দিয়ে নাজেহাল করেন বিএনপির আনোয়ারের সাথে যাওয়া নেতারা। দখলবাজির সাথে জড়িতরা দখল করার পরে ঘরটির সামনে দাড়িয়ে একটি গ্রুপ ছবি তোলে তাঁদের ফেসবুকে প্রচার করেন। হাজারো দোকান, কাঁচা বাজার রয়েছে। বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) এর সদস্যদের বসার জন্য ও পরামর্শ দেওয়া পরামর্শ সভা করার জন্য ঘরটি নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয় জানান মোঃ কামরুল হাসান, আরো বলেন প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে বালু ভরাট ও বাঁশ খুঁটি নির্মাণ কাজে সর্ব কিছু দখল করে নিয়েছে। বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) কেন্দ্রীয় দায়িত্বশীল মোঃ আব্দুল কুদ্দুস বলেন সদস্যদের যৌথ উদ্যোগে নিজেদের টাকা খরচ করে রেললাইনের পাশে ঘর নির্মাণ করার জন্য বালু, বাঁশ, খুঁটি ও টিন দিয়ে করার জন্য চেষ্টা করা হয় হটাৎ কী কারনে কেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সি এম আনোয়ার হোসেন নিজে উপস্থিত থেকে শতাধিক নেতাকর্মী নিয়ে এসে আমাদের সাথে খারাপ আচরণ করার সময় মারধর করা সহ ঘরটি দখল করে নেয় এবং ঘরের উপরে একটি ব্যানার টানায় শিশু পার্ক নামে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন