রংপুর-৬, পীরগঞ্জ আসনে প্রার্থী বাচাইয়ে জামায়াতের ভোট গ্রহন!



আনোয়ার হোসেন রংপুর প্রতিনিধি :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬, (পীরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী বাছাইয়ে গোপন ব্যালটের মাধ্যমে ১৫ টি স্তরে নির্বাচন সম্পন্ন করেছে। গত মঙ্গলবার দিনব্যাপী উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে প্রার্থী ছাড়াই ভোট গ্রহন করা হয়েছে।
দলটির সুত্রে জানা গেছে, আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রংপুর জেলার ৬ টি সংসদীয় আসনের মধ্যে ৫ টিতে৷ আগেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট রংপুর-৬, (পীরগঞ্জ) আসনে সংসদ প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কোন প্রার্থী ছিল না। দলের গঠনতন্ত্র মোতাবেক ভোটাররা যে কোন একজনকে প্রার্থী হিসেবে ভোট দিতে পারবেন। কোন ভোটার নিজেকে ভোট দিতে পারেন না। নির্বাচনে দলটির কেন্দ্রীয় কমিটির টীম সদস্য মাওলানা আব্দুল হাকিম প্রিজাইডিং অফিসার হিসেবে ভোট গ্রহন করেন। ফলাফল তৈরি ও সিদ্ধান্ত গ্রহণের জন্য গ্রহনকৃত ভোটগুলো ঢাকায় দলের পার্লামেন্টারী বোর্ডে পাঠানো হয়েছে। সেখান থেকে আমীরে জামায়াত, নির্বাহী পরিষদ থেকে অঞ্চলে (রংপুর-দিনাজপুর) পাঠানো হবে। নির্বাচিত প্রার্থীর নাম অঞ্চল থেকে ঘোষণা করা হবে। ১৫ টি  স্তরের দুই শতাধিক ভোটাররা হলেন, উপজেলার ১৫ টি ইউনিয়নের ৪০ জন পুরুষ রোকন, ৪১ জন মহিলা রোকন, প্রতিটি ইউনিয়নের জামায়াত সভাপতি ও সেক্রেটারি, ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশন, ইসলামি ছাত্র শিবির এবং ইসলামি ছাত্রী সংস্থার সভাপতি ও সেক্রেটারীবৃন্দ, পৌরসভার ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ, জেলা ও উপজেলা মজলিসে সুরা এবং কর্ম পরিষদ সদস্যবৃন্দ, সাবেক ইসলামি ছাত্র শিবির, যুব বিভাগ এবং জামায়াতের মহিলা বিভাগের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।
প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মিজানুর রহমান বলেন, ঘোষণার এক সেকেন্ড আগেও প্রার্থী কে মনোনীত হবেন, তা কেউই জানতে পারে না। দল যাকে প্রার্থী ঘোষণা করবে, জামায়াতের সকলপর্যায়ের নেতাকর্মী তাকে মেনে নেন। ফলে আমাদের দলে বিদ্রোহী প্রার্থী বা বিরোধিতা করার সুযোগ নেই। আমরা সংসদ প্রার্থী ঘোষণার অপেক্ষায় অধীর আগ্রহে আছি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন