স্টাফ রিপোর্টার।
কুমিল্লা হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের শুভরামপুর গ্রামে দুই লক্ষ টাকা চাঁদা না পেয়ে দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১৩ জনের নাম উল্লেখ করে কুমিল্লার বিজ্ঞ আদালতে মামলা করেছেন
শুভারামপুর গ্রামের এরশাদ মিয়ার ছেলে আবু কালাম।
মামলার অভিযোগ সূত্রে জানা যায় যে, শুভরামপুর গ্রামের জোহর আলীর ছেলে সালাউদ্দিন (৪০) ও কানু মিয়ার ছেলে ভুট্টুর নেতৃত্বে সঙ্ঘবদ্ধ দল গত ৮ ডিসেম্বর দিবা গত রাত প্রায় দুই ঘটিকার সময়ে ২ লক্ষ টাকার চাঁদার দাবিতে বাদীর বসতবাড়ি সংলগ্ন মুধি দোকানে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা,ভাংচুর করে ৩ লক্ষ ২৪ হাজার টাকার মালামাল লুট ও ক্ষতি সাধন করে। দোকানের মালিক এরশাদ মিয়া বলেন আমার সংসার চলত এ দোকান দিয়ে, এখন আমার সব শেষ, আমি কি ভাবে সংসার চালামু? প্রতিবেশীরা জানান গভীর রাতে দোকানে ভাংচুরের শব্দে আমাদের ঘুম ভাঙ্গে, ভয়ে আমরা ঘর থেকে বের হতে পারিনি, আশপাশের লোকজন এগিয়ে আসলে আমরা ঘর থেকে বের হলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে প্রধান অভিযুক্ত মোঃ সালাউদ্দিন বলেন আমরা রাতে কখনো তাদের বাড়িতে যাইনি, সকালে লোকমুখে শুনতে পাইছি এরশাদ মিয়ার দোকানে ভাংচুর হইছে, এরা গত নভেম্বর মাসের ১ তারিখে আমাদের উপর হামলা করেছিল, তাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের অভিযোগ মিথ্যা।
Tags
কুমিল্লা