Daily News BD Online

নাগরপুর প্রেসক্লাবের সভাপতি বকুল ও সাধারণ সম্পাদক এরশাদ

 


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এ সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নাগরপুর প্রেসক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে (কন্ঠ ভোটে) দৈনিক যুগান্তরের প্রতিনিধি আক্তারুজ্জামান বকুল পূর্ণরায় সভাপতি ও দৈনিক মজলুমের কন্ঠের প্রতিনিধি মো. এরশাদ মিয়া সাধারন সম্পাদক নির্বাচিত হন।

আলোচনা সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় আগামী সাত কার্যদিবসের মধ্যে পুর্ণাঙ্গ কার্যকারি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো. মন্টু মিয়া, সহ-সভাপতি মো. আবু বকর সিদ্দিক ।

এসময় সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন, মো. কায়কোবাদ মিয়া, আব্দুল আলীম, মো. শহিদুল হক এলিস, পংকজ কুমার সাহা, কেএম সেলিম, মো. তোফাজ্জল হোসেন তুহিন, মো. মাসুদুর রহমান মাসুদ, মো. নজরুল ইসলাম, মাসুদ রানা, রিপন খান রবিন, মো. কবির হোসেন, মো. শাকিব হোসেন, মো. হারুন খান, ডা. এমএ মান্নান, রিপন কুমার সাহা, মো. তারিকুল ইসলাম, জীবন কুমার শীল, শামিম ও আরিফুল ইসলাম আরিফ উপস্থিত ছিলেন।  

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন