Daily News BD Online

নিকলীতে ব্রি ধান-১০৩ জাতের নমুনা শস্য কর্তন ও নবান্ন উৎসব



 মোঃ হাবিব মিয়া, নিকলী কিশোরগঞ্জ কিশোরগঞ্জের নিকলী উপজেলায় চলতি মৌসুমে বিভিন্ন জাতের আমন ধানের বাম্পার ফলন হয়েছে । এখন আমন ধানের কর্তন চলছে। হেমন্তের শেষে বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ধান মনে এক অন্যরকম দোলা দেয়। নিকলীতে এবার আমনের নতুন জাত ব্রি ধান-১০৩ এর চমৎকার ফলন হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করন প্রকল্পের আওতায় জারইতলা ইউনিয়নের ধারিশ্বর গ্রামের কৃষক মো: আক্কাস আলি ধানটি আবাদ করে ভালো ফলন পেয়েছেন। গত মঙ্গলবার ( ১০ ডিসেম্বর) ২০২৪ ব্রি ধান-১০৩ জাতের ধানের নমুনা শস্য কর্তন ও নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। নিকলী উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার আবু হানিফ,উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিব, উপজেলা সমাজ সেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিএম সেলিম রেজা,জনস্বাস্থ্য অধিদপ্তর উপসহকারী প্রকৌশলী বোরহান উদ্দিন, উপজেলা হিসাব রক্ষণ অফিসার বাবুল কুমার দে,উপজেলা একাডেমিক সুপারভাইজার আরাধন কুমার দেব,উপজেলা রিসোর্স সেন্টার প্রশিক্ষক নাহিদা,উপজেলা সমবায়  অফিসার সালেহা খাতুন,উপজেলা আইসিটি অফিসার এফ এম নূর-উজ-জামান,উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি এজিএম. আশিকুর রহমান আশিক,উপজেলা ফায়ার সার্ভিস অফিসার রুস্তম আলী,ইউডিএফ দুর্গারানী সাহা,সাংবাদিক হাবিব মিয়া,উপজেলা কৃষি দপ্তরের সকল উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণী বৃন্দ। ব্রি ধান-১০৩ জাতের নমুনা শস্য কর্তনে হেক্টর প্রতি প্রায় ৬.০ টন ফলন পাওয়া যায়। ফলন ভালো হওয়ায় পরবর্তী বছরে জাতটি আবাদে কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অত্র ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আতাই রাব্বি বলেন আমি উপজেলা কৃষি অফিসার স্যারের নির্দেশনায় নতুন জাতটির সম্প্রসারণে কাজ করে যাচ্ছি।উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, ব্রি ধান ১০৩ একটি উচ্চফলনশীল জাত, ফলন ভালো হওয়ায় আগামী মৌসুমে এর আবাদ অনেকাংশে বাড়বে এবং কৃষক উপকৃত হবে বলে আশা করি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন