গাজীপুরে ফল পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতির আশঙ্কা



ফাহিম ফরহাদ, গাজীপুরঃ

গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় অবস্থিত বৃহৎ কাঁচাবাজারের ফল পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের আলু পট্টি, কাঁচাবাজার ও মুদি দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সজিব আহমেদ জানান, সকাল সাড়ে ৮টায় আমরা আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডের ফলে শতাধিক ফলের দোকান পুড়ে গেছে, যার ফলে কোটি টাকার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ পরবর্তী জানানো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন