কালিয়াকৈরে সামাজিক বনায়নের আকাশমনি গাছের লাকড়ি বোঝাই ট্রাক জব্দ



ফাহিম ফরহাদ, গাজীপুরঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কাচি ঘাটা রেঞ্জের কাচি ঘাটা সদর বিট এলাকা থেকে আকাশমনি গাছ পাচারের সময় একটি ট্রাক জব্দ করা হয়েছে। জানা যায়
সামাজিক বনায়নের আকাশমনি গাছের চারা কেটে লাকড়ি প্রস্তুতকরে পাচার কালে ওই লাকড়ি বোঝাই মালবাহী-গাড়ীটি (ট্রাক) জব্দ করেছে বিট কর্মকর্তা ও সংশ্লীষ্টরা। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন বিট কর্মকর্তা শরীফুর রহমান। 

এ বিষয়ে বিট কর্মকর্তা শরিফুর রহমান জানান,
 ওই বিটের ফইজার চালা এলাকায় একদল বনদস্যু রাতের আঁধারে আকাশমনি গাছ ও চারা কেঁটে লাকড়ি বানিয়ে মালবাহী-পরিবহনে পাচার করার তথ্য পায় বন সংশ্লীষ্টরা। 

ওই তথ্যের ভিত্তিতে উর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় বিটের স্টাফদের সাথে নিয়ে ২২জানুয়ারি রাত ১১টায় ফইজার চালা এলাকা থেকে লাকড়ি-সহ ঢাকা মেট্রো- ড ১৪-৬২৩৫ নাম্বারের মাল বাহি গাড়িটি আটক করা হয়। আটকৃত মালের (গাছের) আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন