আবুল হোসেন ও তার ওমেদার রানা চেীধুরীর খুঁটির জোর কোথায়?
রিপোর্টার সোহেল আহমেদ :
ঢাকার তেজগাঁও রেজিষ্ট্রি কমপ্লেক্স্রের ধানমন্ডি থানা সাব-রেজিষ্ট্রি অফিসের সাব রেজিষ্ট্রার জনাব আবুল হোসেন ও তার ওমেদার রানা চৌধুরীর বিরুদ্ধে লাখ লাখ টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। সরেজমিনে তদন্ত সাপেক্ষে জানা যায় জমি দাতা ও জমি গ্রহীতার নিকট থেকে সার্ভার সমস্যা দাগ-খতিয়ান মিউটেশনের খুটিনাটি ত্রæটি দেখিয়ে এবং নানাবিধ অজুহাত উপস্থাপন করে ক্রেতা বিক্রেতার পকেট থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী শতাধিক দাতা গ্রহীতা আমাদের প্রতিবেদককে এ তথ্য জানান।
খবরে আরও উল্লেখ থাকে যে, ক্রাইম রিপোর্টার পাথর আহমেদ গত ২৮/০১/২০২৫ ইং মঙ্গলবার ধানমন্ডি রেজিষ্ট্রি অফিসে দুর্নীতি অনুসন্ধানে গেলে সাব-রেজিষ্ট্রারের ইন্ধনে তার দুর্নীতির একান্ত সহযোগী ওমেদার রানা চৌধুরী তার সাথে চরম দুর্ব্যবহার পূর্বক তাকে বের করে দেয় এবং বলে “তোর থেকে বড়ো বড়ো সাংবাদিক, পুলিশ এমনকি আইজিআরও (ইন্সপেক্টর জেনারেল অব রেজিষ্ট্রার) আমাদের পকেটে থাকে, তুই যা পারিস তা করিস।”
রিপোর্টার প্রতিবাদ করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ওমেদার রানা। তৎক্ষনাৎ রিপোর্টার পাথর আহমেদ তেজগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার দ¦ারস্থ হয়েও অদৃশ্য কারণে কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি থানা কর্তৃপক্ষ। আরো জানা যে, ওমেদার রানা চৌধুরী নিজকে সমন্বয়কের আত্মীয় পরিচয় দেয়। মূলতঃ সে ফেনী জেলার স্থানীয় সাবেক যুবলীগ কর্মী। সেবা প্রত্যাশীরা জানান সাব-রেজিষ্ট্রার আবুল হোসেন ও তার সহযোগী রানা চৌধুরী সাধারন সেবা প্রত্যাশী ক্রেতা-বিক্রেতার নিকট থেকে দিনের পর দিন অবৈধ প্রক্রিয়ায় লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্য করে এবং প্রশাসন তথা সংশ্লিষ্ট আইবিআর কর্মকর্তাদের তোয়াক্কা না করা এবং বহাল তবিয়তে ঘুষ বাণিজ্য অব্যাহত রাখার পেছনে তাদের খুঁটির জোর কোথায়? ................. চলবে