গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর ৪ থানায় অপারেশন ডেভিল হান্ট-এর অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৯ই ফেব্রুয়ারী) রাতভর গাজীপুর মহানগরে গাছা থানায় ৬ জন,পূবাইল থানায় ৫ জন, টঙ্গী পশ্চিম থানায় ৮ জন ও টঙ্গী পূর্ব থানায় ১১জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজধানীর উত্তরার যুবলীগ নেতা মো. নূর আলম (২৮),টঙ্গী পূর্ব থানা মটর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আ. রহিম (৩৮), ৪৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোজাম্মেল হক (৫৫), ৪৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছেলে মো. আওলাদ (৪৫),একি এলাকার আওয়ামী লীগ নেতা বাদল (৩৫), ৪৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. স্বপন (৩৫),গাজীপুর মহানগরের ৪ নং ওয়ার্ড যুবলীগ নেতা গিয়াস উদ্দিন (৪৪),৪৭ নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. রুবেল (৩৫),৪৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো.আ.মমিন(৩০),টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল ইসলাম (৪৬),৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. সেলিম পাঠান (৫০), ৫১ নং ওয়ার্ড যুবলীগ নেতা মো.আমিনুল ইসলাম খোকা (৩৮),৫৩ বং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. এলেম মিয়া (৫৩),একি এলাকায় শফিকুল ইসলাম ভুট্টু(৪৮),৫৫ নং ওয়ার্ড যুবলীগের সদস্য ওয়ালীউল্ল্যাহ (২৭),একি এলাকার শ্রমিক লীগের সদস্য আসিফ (২৪),হাবীব(৪৪), ইয়াসিন আরাফাত(৩৯), ৫৪ নং ওয়ার্ড শ্রমিক লরগের সদস্য মো.বাবু (২৮),গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনু (৫০), গাছা থানা যুবলীগ নেতা মাসুদ রানা (৩৪),গাচঅ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক জুম্মন খান (৪১),৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য মো.মোশারফ হোসেন (৩৮), গাজীপুর মহানগর ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি মো.শরিফুল ইসলাম(৩৫),ছাত্র লীগ কর্মী রাতুল মোল্লা ওরফে চাপাতি মোল্লা (২৬),৩৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হামিদ মোল্লা(৪৩),একি এলাকার যুবলীগের সাধারণ সম্পাদক শামীম সরকার (৪২),একি ওয়ার্ডের যুবলীগের সদস্য আ. সালাম (৪০),৪১ নং ওয়ার্ড যুবলীগ নেতা ফেরদৌস ব্যাপারী(৪০),৪২ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল (৪২),৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.কামরুল হাসান (৫১),কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সদস্য সমেজ মোল্লা(৪২),কোনাবাড়ি থানা কৃষক লীগের সাবেক সভাপতি সেলিম সরকার (৪৫), ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী মোতালেব হোসেন (৬৮), কোনাবাড়ি থানা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম(৪৩),৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী রাশেদুল ইসলাম বিশাল(৩৬),৯নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন (৩৮) কোনাবাড়ি থানা আওয়ামীলীগের সদস্য আব্দুল বারেক (৪০)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ উপ কমিশনার মো. আলমগীর হোসেন জানান, মহানগরীর আটটি থানা পুলিশ অভিযান চালিয়ে রাত ১২ টা পর্যন্ত ৭৯ জনকে আটক করেছে। এর মধ্যে, কাশিমপুর থানায় ১১জন, কোনাবাড়ি থানায় ৮জন, বাসন থানায় ১০জন,গাজীপুর সদর মেট্রো থানায় ১০জন, গাছা থানায় ৬ জন, পূবাইল থানায় ৫ জন, টঙ্গী পূর্ব থানায় ১১ ও পশ্চিম থানায় ৮ জন কে গ্রেপ্তার করা হয়েছে।
সারা দেশে শনিবার থেকে যৌথ বাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট’ চালিয়ে যাচ্ছে। এর আগে গাজীপুরে গত শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এই অভিযান শুরু হয়। হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ ও সমাবেশ আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি।
বিক্ষোভের প্রেক্ষিতে মহানগর পুলিশ কমিশনার দায়িত্বে অবহেলা শিকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। তবে বিক্ষোভ শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের গুলিতে এক শিক্ষার্থী আহত হন।
Tags
গাজীপুর