নাগরপুরে অবৈধ ভাবে মাটি কাটায় দুইজন আটক, ৫০ হাজার টাকা জরিমানা


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ ভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রসাশন। সোমবার সন্ধায় উপজেলা সদরের আলোকদিয়া নোয়াই নদীতে অবৈধ ভাবে মাটি কাটার সময় এ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান ও সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক। 

এ সময় মো. সুজন মিয়া ও ইছাক মিয়াকে আটক করা হয়।  ভ্রাম্যমাণ আদালত তাদের পরিবেশ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় ৩টি ভেকু ও ৪টি মাটির ট্রলির ব্যাটারি জব্দ করা হয়। 

অবৈধ ভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান। 



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন