বেগমগঞ্জে মামুন এন্টারপ্রাইজের ১৩০০ মিটারএলজিইডি রাস্তা, ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন

 

ফিরোজ খান , নোয়াখালী : 

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ৩ নং জির তলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড করমুল্লাপুর গ্রামে নোয়াখালী এল জি ইডি 'র আওতাধীন, ঠিকাদারি প্রতিষ্ঠান মামুন এন্টারপ্রাইজ, স্বত্বাধিকারী আলী হোসেন এর তত্ত্বাবধানে ১৩০০ মিটার  রাস্তার কাজ চলমান। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এর উপস্থিতিতে আজ  শুরু থেকেই  কাপে্টিং কাজ শুরু হয়। উপস্থিত এলাকাবাসী ও গণমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে জানা যায় কাজটি শুরু থেকেই ভালোভাবে চলছে। কাজের বিষয়ে এলাকাবাসীর কোন প্রকারেরই অভিযোগ নেই। সরেজমিনে উপস্থিত এলজিইডি বেগমগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়ারের মাধ্যমে জানা যায় এ রাস্তাটির  সিডিউল অনুযায়ী কাজটি তিনি পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝে নিচ্ছেন। কাজের মান ভালো। এ রাস্তাটির কাজের মাধ্যমে  উক্ত ওয়ার্ড ও ইউনিয়ন বাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হলো।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন