টাঙ্গাইলে ৭ বছরের শিশুকে চিপসের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

প্রতীকী ছবি (বায়ে) গ্রেপ্তার অভিযুক্ত বাবুল মিয়া (ডানে)। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণচেষ্টার অভিযোগে বাবুল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গাড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। পরে শিশুটির মা বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম।

বাবুল মিয়া (৫০) ভাতগ্রাম ইউনিয়নের গাড়াইল গ্রামের মৃত সুলতান মুন্সির ছেলে।

মামলা ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই শিশু অন্য শিশুদের সাথে বাড়ির পাশে খেলতে যায়। কিছুক্ষণ পর অন্য একটি শিশু ভুক্তভোগী শিশুটির মাকে খবর দেয় যে, বাবুল মিয়া শিশুটিকে ধর্ষণের চেষ্টা করছে। খবর পেয়ে শিশুটির মা এবং বাড়ির লোকজন দৌড়ে ঘটনাস্থলে গেলে বাবুল মিয়া পালিয়ে যায়। ভুক্তভোগী শিশুর কাছে ঘটনার বিস্তারিত শুনে শিশুটির মা মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর বিকেলেই মির্জাপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ হাফিজুর রহমান, উপপরিদর্শক গোলাম কিবরিয়া অভিযুক্ত বাবুল মিয়াকে আটক করে।

এ বিষয়ে মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে বাবুল মিয়াকে আটক করা হয়েছে। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা হয়েছে। বুধবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন