ময়মনসিংহে ১১ বছর বয়সি নাতনিকে পাটখেতে নিয়ে একাধিকবার ধর্ষণ প্রতিবেশী দাদার!

 


নান্দাইল (ময়মনসিংহ) : বিভিন্ন জিনিসপত্রের লোভ দেখিয়ে ১১ বছর বয়সি নাতনিকে পাটখেতে নিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে গোলাম হোসেন নামে এক প্রতিবেশী দাদার বিরুদ্ধে। ঘটনাটি ময়মনসিংহের নান্দাইলে ঘটেছে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।

বুধবার (১৪ মে) শিশুটির জবানবন্দি ও মেডিকেল পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিভিন্ন জিনিসপত্রের লোভ দেখিয়ে ওই শিশুটিকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। ধর্ষক গোলাম হোসেন (৬০) নান্দাইল ইউনিয়নের বিলপাড় গ্রামের মৃত আসমত আলীর পুত্র। একই গ্রামের প্রতিবেশী শিশুটি গোলাম হোসেনকে দাদা বলে ডাকত। এরই সুবাদে বিভিন্ন জিনিসের প্রলোভন দেখিয়ে তার কাছে ডাকত শিশুটিকে।

দুই সপ্তাহ আগে গোলাম হোসেন ওই শিশুকে পাশের পাটখেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা চালায়। লজ্জা ও ভয়ে শিশুটি তখন কাউকে কিছু বলেনি। কিছুদিন যেতে না যেতেই শিশুটিকে বড় ধরনের প্রলোভন দেখিয়ে ফের পাটখেতে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে। এতে শিশুটি আহত হলেও তখনো মুখ খোলেনি। ওই সময় শিশুটির ভাবি রক্তক্ষরণের ঘটনা জানলেও মেয়েলি অসুখ হয়েছে মনে করে এড়িয়ে যান।

মঙ্গলবার বিকালে বাড়ির কাছাকাছি একটি খালের পাড়ে বসে গাছ থেকে পেড়ে আম খাওয়া অবস্থায় গোলাম হোসেন আবারও তাকে পাটখেতে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ অবস্থায় পাটখেত থেকে কান্নারত অবস্থায় শিশুটিকে বের হতে দেখে আরেক শিশু। পরে ওই শিশু বিষয়টি ধর্ষিতার পরিবারকে জানায়। এ ঘটনায় মঙ্গলবার রাতেই পরিবারের পক্ষ থেকে নান্দাইল মডেল থানায় ধর্ষক গোলাম হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বুধবার শিশুটিকে ২২ ধারায় জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ চলছে। অভিযুক্তকে আটক করার চেষ্টা অব্যাহত আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন