নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে ৭শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন- ফয়সাল আহম্মেদ সবুজ ও হামিদুর রহমান।
সোমবার (০৫ এপ্রিল) ভোরে সিদ্ধারগঞ্জ থানার চিটাগাং রোড সিএমবি অফিসের পাশে অটো স্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার উপর ফয়সাল আহম্মেদ সবুজের পরিহিত পাঞ্চাবীর পকেট হতে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও হামিদুর রহমানের প্যান্টের পকেট হইতে ৩শ' পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
ফয়সাল আহম্মেদ সবুজ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার কাঠালবাগান এলাকার আলী আশরাফের ছেলে ও হামিদুর রহমান নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ডাক্তারখালী উত্তর পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, ইয়াবাসহ আটককৃত আসামিরা স্বীকার করেছে তারা বিভিন্ন জেলা হইতে ইয়াবা ট্যাবলেট এনে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে পাইকারী বিক্রি করে। তাদের বিরুদ্ধের বিভিন্ন থানা একাধিক মামলা রয়েছে।
Tags
ঢাকা