আইভিকে গ্রেফতারে বাধা প্রদান : নারায়ণগঞ্জে প্রায় ২৫০ জনকে আসামী করে মামলা

 

নিজস্ব প্রতিবেদক (নারায়ণগঞ্জ) :

বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি কে গ্রেফতারের পর পুলিশের কাজে বাধা প্রদান ও হামলার ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানার ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনকে আসামী করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের বিশৃঙ্খল নেত্রী ও ত্রাস সৃষ্টিকারী আছিয়া খানম সুমী এজাহার ভুক্ত আসামি। দেওভোগ পানির টাংকি এলাকার আতংক এই নারী। আওয়ামী পূর্ণবাসনে গোপন বৈঠক সহ এলাকায় এখনো প্রভাব বিস্তার করে চলেছে। নারীদের নিয়ে গ্রুপিং সহ হুমকি দামকি দিয়ে নিরিহ মানুষ কে নানা ভাবে হয়রানি এবং অপপ্রচার চালিয়ে মান সম্মান ক্ষুন্ন করছে অবৈধ নারীদের দালাল আছিয়া খানম সুমী। তার প্রতারণার কারণে ভেঙে গেছে অনেক সংসার। লেডি সন্ত্রাসী হিসেবে সুমির পরিচিত নারায়ণগঞ্জ শহরে। তবে সুমীর অপকর্মের সাথে যারা জড়িত এবং আওয়ামী সিন্ডিকেট স্বৈরাচার ফ্যাসিবাদী তাদের তালিকা তৈরি হচ্ছে এবং দ্রুত গ্রেফতার করা হবে বলে জানা গেছে। এ বিষয়ে পুলিশ বলেন, মামলা দায়ের করার পর পুলিশের অভিযানে ৩জনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করার চেষ্টা চলছে।’

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন