অংগ্য মারমা, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
'খেলাধুলা বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল' এই প্রতিপাদ্যে উৎসাহ, উদ্দীপনা আর হাজারো দর্শকের উপস্থিতিতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ডাইনছড়িতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) রাতে ডাইছড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় ছদুরখীল একাদশ ও বুদংপাড়া স্পোর্টিং ক্লাবের মুখোমুখি খেলা হয়েছে। ২৫ পয়েন্টের খেলায় হাড্ডা হাড্ডি লড়াইয়ে বুদংপাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ছদুরখীল একাদশ।
বাটনাতলী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজনে এই টুর্নামেন্ট স্থানীয় ৮টি দল নিয়ে মাঠে অংশগ্রহন করেন। ঐতিহ্যবাহী খেলা দেখতে মাঠে ভীর জমায় হাজারো দর্শক। গ্রাম-বাংলার চিরচেনা ও শতবছরের ঐতিহ্যবাহী এই খেলা এক উৎসবের সৃষ্টি হয়েছে।
খেলা শেষে বাটনাতলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবদুল মান্নানের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. আরব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান মাষ্টার, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মীর হোসেন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মহিউদ্দিন কিশোর ও টুর্নামেন্টের আহ্বায়ক আবদুল আউয়াল ও ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোহাম্মদ আলী।
এসময় বক্তারা বলেন, 'গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডি। এটি জাতীয় খেলা হলেও এর চর্চা দিন দিন হ্রাস পাচ্ছে। এই খেলাকে টিকিয়ে রাখতে এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ধরনের টুর্নামেন্ট'।
আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়াও সেরা খেলোয়াড় হিসেবে অপূর্ব চন্দ্র নাথকে পুরস্কৃত করা হয়।