টঙ্গীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৯

 


টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গী এলাকায় পুলিশের একটি সফল মাদকবিরোধী অভিযানে ৯ জন  মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম হিরোইন ও ২৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।  

টঙ্গী পূর্ব থানা পুলিশের অভিযানে আটককৃতদের মধ্যে রয়েছেন— শিরিন সরদার (৪২), লিমা আক্তার (৩৫), পায়েল খান (২৩), ফারজানা ইসলাম (২০), সালমা পারভিন (২৫), মাহিমা খাতুন (২৫), করুণা রানী (৪১), মায়া আক্তার (১৮) এবং সাকিব হাসান (১৯)।  

গত বৃহস্পতিবার গভীর রাতে টঙ্গীর দক্ষিণ আরিচপুর এলাকার বিভিন্ন পয়েন্টে সমন্বিত অভিযান চালিয়ে পুলিশ এ সফলতা অর্জন করে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কার্যক্রম চলছিল, যা স্থানীয় যুবসমাজের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছিল।  

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, "এটি আমাদের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ। এবার দক্ষিণ আরিচপুরে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও সন্দেহভাজন ব্যবসায়ীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।"   

অভিযানের পর স্থানীয় বাসিন্দারা পুলিশের এই সক্রিয়তাকে স্বাগত জানিয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেন যে, এমন অভিযান নিয়মিত হলে এলাকা থেকে মাদকের প্রভাব কমবে এবং যুবসমাজ সুরক্ষিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন