মাদক ও কিশোর গ্যাং নির্মূলে মুসল্লীদের সহায়তা চাইলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ

 


নিজস্ব প্রতিবেদক : সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ, শাহীনুর আলম বলেছেন, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ শতভাগ স্বচ্ছতা নিয়ে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। থানায় জিডি, মামলা, অভিযোগ, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট কিংবা অন্য যেকোন সেবা নিতে কোন টাকা লাগেনা এবং কোন প্রকার ভোগান্তির শিকার কেউ হবেনা।

শুক্রবার (১৬ মে) নাসিক ৮নং ওয়ার্ডের গোদনাইল এনায়েতনগর পশ্চিমপাড়া বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের পূর্ব মূহুর্তে  এসব কথা বলেন তিনি।

এসময় তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, আপনারা সংখ্যায় অনেক কিন্তু মাদক ব্যবসায়ি বা সেবনকারীরা সংখ্যায় সীমিত, যদি এই সমাজের সবাই এক হয়ে মাদকের বিরুদ্ধে কাজ করেন তাহলে তা নির্মূল করতে বেশি দিন লাগবে না। কোন মাদক ব্যবসায়িকে ধরে সাথে সাথে আমাকে খবর দিলেই,আমি তাৎক্ষনিক ব্যবস্থা নিবো। মাদক বিক্রেতা ও কিশোর গ্যাংদের দৌরাত্ম্যের কারণে আমাদের সমাজ আজ ধ্বংসের পথে। মাদকের যেভাবে ছড়াছড়ি তার কারনে প্রতিনিয়ত অপরাধ কর্মকান্ড বেরেই চলেছ। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি তার মোবাইল নাম্বারটি- ০১৩২০০৯০৪২৯ উপস্থিত সকলের কাছে উল্লেখ্য  করেন। এসময় তিনি ভাড়াটিয়া ভাড়া দেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাই এবং বাড়িওয়ালা ও ভাড়াটিয়া নিবন্ধন ফরমে তথ্য সংগ্রহ পূর্বক থানায় জমা দেয়ার বিষয়ে সকলকে অবহিত করেন।

এসময় গোদনাইল এনায়েত নগর পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোস্তফা কামাল জিহাদী পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক  আলমাছ কাজি,আব্দুস সামাদ, নূর ইসলাম মুহুরি, সাংবাদিক এমরান আলী সজিব, মোঃ ওহাব মিয়া, আওলাদ প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন