কালিয়াকৈরে পারভেজ আহম্মেদ এর মুক্তি ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে গণ মিছিল

 


মো. মাইনুল সিকদার, কালিয়াকৈর (গাজীপুর) :
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির উদ্যোগে এক মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতা কর্মী মিছিল ও পথসভা করেছে। চাপাইর ইউনিয়ন বিএন পির সভাপতি ডিজি রব্বানীর সভাপতিত্বে এবং সূত্রাপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি  নূরল আমীনের বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক  বিধান কৃষ্ণ বর্মন, যুবদল নেতা রিয়াজ মাহমুদ প্রমূখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬ বছর বিএনপি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে ওই আন্দোলন সংগ্রামে কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ এর অগ্রণী  ভূমিকা পালন করেছেন।

তারা আরও বলেন, গত ১৪ জুন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন ও সদস্য সচিব ব্যারিস্টার ডক্টর ইসরাক আহমেদ সিদ্দিকী স্বাক্ষরিত একটি কালিয়াকৈর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভি পি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পারভেজ আহমেদকে শুধু সদস্য পদে রাখা হয়।
এতে ভিপি হেলাল উদ্দিন ও পারভেজ আহমেদের অনুসারীরা ১৫ জন রবিবার সকালে ওই আহবায়ক কমিটি প্রত্যাহার চেয়ে কালিয়াকৈরে একটি প্রতিবাদ মিছিল বের করেন এবং নবগঠিত উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক নুরুল ইসলাম সিকদার এবং সদস্য সচিব এম আনোয়ার হোসেনের অনুসারীরা আনন্দ মিছিল বের করে। একপর্যায়ে দুই পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘাতে জড়িয়ে পড়ে। এতে  দুই পক্ষের প্রায় ৫০ জন নেতা কর্মী আহত হন।

১৫ জুন রাতে গাজীপুর ডিবি পুলিশ ভিপি হেলাল উদ্দিন ও পারভেজ আহমেদকে তাদের বাড়ি থেকে গাজীপুর ডিবি কার্যালয়ে নিয়ে যান। ১৬ জন সকালে ভিপি মোহাম্মদ হেলাল দুই জনকে ছেড়ে দিলেও পারভেজ আহমেদকে একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয় এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে পারভেজ আহমেদকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করেন। বৃহস্পতিবার বিকেল তিন টায় পারভেজ আহমেদের নিঃশর্ত মুক্তি ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি'র একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পথসভা করেন।   

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন