পাঁচবিবিতে বৈদ্যুতিক মিটার স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু


দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) :

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বৈদ্যুতিক মিটার স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামছুল (৫৮) নামের এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আরজিঅন্তপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত সামছুল উপজেলার কৃষ্টপুর গ্রামের মৃত মনসুর রহমানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন ও এলাকাবাসী জানান, সামছুল আরজিঅন্তপুর গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে হাউস মিয়ার পুরাতন বাড়ির বৈদ্যুতিক মিটারটি নতুন বাড়িতে স্থানান্তরের কাজ করছিলেন। এ সময় বৈদ্যুতিক খুঁটির সংযোগ বিচ্ছিন্ন না করেই ড্রপ তারটি সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত একটি সংযোগকৃত তার তার পেটে লেগে যায়। এতে তিনি তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ঘটনার খবর পেয়ে পাঁচবিবি অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) তুহিন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশের পক্ষ থেকে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন