দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) :
জয়পুরহাটের পাঁচবিবিতে ‘নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড এম্পাওয়ার হার’ প্রকল্পের আওতায় জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম গঠন করা হয়েছে। ২১ জুলাই বিকেলে উন্নয়ন সংস্থা ‘বন্ধন’-এর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম চৌধুরী শাহিন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বেলায়েত হোসেন। সভায় নারী অধিকার, বাল্যবিবাহ রোধ ও মানবাধিকার রক্ষায় করণীয় নিয়ে আলোচনা হয়।
সভায় খালেদা আক্তার বিজলীকে সভাপতি ও ললিতা রানি মালোকে সম্পাদক করে ২৫ সদস্যের ফোরাম গঠন করা হয়। উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
Tags
জয়পুরহাট