দিন দিন কমছে হিলি বন্দরের আমদানি-রপ্তানি



 দিনাজপুরের হিলি স্থলবন্দরে দিন দিন কমছে আমদানি-রপ্তানি কার্যক্রম। এক সময় যেখানে প্রতিদিন গড়ে ২৫০ থেকে ৩০০ ট্রাক পণ্যবাহী যানবাহন বন্দরে প্রবেশ করত, সেখানে বর্তমানে মাত্র ২৫ থেকে ৩০ ট্রাক প্রবেশ করছে। আমদানি কিছুটা থাকলেও রপ্তানি কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক জানান, ১৯৮৬ সালে হিলিকে শুল্ক স্টেশন হিসেবে ঘোষণা করা হলেও বর্তমান চিত্র খুবই হতাশাজনক। একসময় এই বন্দর দিয়ে বিভিন্ন ফল, যানবাহনের যন্ত্রাংশসহ নানা পণ্য আমদানি হতো, এখন সীমিত পরিমাণে কেবল মসলা ও ফিডজাতীয় পণ্য আসছে।

আমদানিকারক ওয়াহেদুল রহমান রিপন বলেন, ‘হিলি বন্দরে শেড সংকট ও পণ্য খালাসে দীর্ঘসূত্রতা ব্যবসায়ীদের নিরুৎসাহিত করছে। ভারত থেকে আসা শুল্কযুক্ত পণ্য শেডে জায়গা না থাকায় ৩-৪ দিন আটকে থাকে, এতে ব্যবসায়ীদের বড় ক্ষতি হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন