আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
“রঙে রঙে আঁকি প্রতিবাদ, তুলির রেখায় ইতিহাস” স্লোগানে যেন জীবন্ত হয়ে উঠল দিনাজপুরের ফুলবাড়ীতে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা তুলে ধরল গণতন্ত্র, অধিকার ও সংগ্রামের চিত্র।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে ফুলবাড়ী সরকারি কলেজের দেয়ালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মো. ইসাহাক আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল, ফুলবাড়ী সরকারি কলেজের প্রভাষক মো. মোহাইমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রথম স্থান, বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউট দ্বিতীয় ও ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেন।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে ফুলবাড়ী সরকারি কলেজ প্রথম স্থান, চিন্তামন সরকারি কলেজ দ্বিতীয় স্থান ও পুখুরী স্কুল এন্ড কলেজ ৩য় স্থান অর্জন করে।