![]() |
আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিউর রহমান। ছবি : সংগৃহীত |
আশুলিয়া প্রতিনিধিঃ রাজধানী ঢাকার পাশেই আশুলিয়া থানা অবস্থিত। আশুলিয়া থানা এরিয়া বড় হওয়ার কারণে, আশুলিয়া বাজার, খেজুর বাগান, কাটগড়া, জিরাবো, মাদবর বাড়ী সহ বেশ কিছু এলাকা নিয়ে আশুলিয়া পুলিশ ফাঁড়ি পরিচালনা করা হয়। সরকার পতনের পর থেকে আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গণ বিভিন্ন ভাবে অপকর্ম করেই যাচ্ছে। এ নিয়ে এর আগেও অনেক গণমাধ্যমে নিউজ হয়েছে, বরখাস্ত হয়েছে। এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, উপর মহলের অনেকেই এ নিয়ে তদারকি করছে।
কোন ভাবেই আশুলিয়া পুলিশ ফাঁড়ির অপকর্ম থামছেনা। আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রাজিউর রহমান আশুলিয়া পুলিশ ফাঁড়ি আসার পর থেকে পুলিশ ফাঁড়ি কে ডিবি হারুনের ভাতের হোটেলের মতো করে তুলেছে। ডিবি হারুন যেভাবে আসামী ধরে তার অফিসে নিয়ে গিয়ে আপ্যায়ন করতো, এখন আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিউর রহমান তার ফাঁড়িতে সে ব্যবস্থা শুরু করেছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের ধরে নিয়ে খাবার খাওয়ানো ও বিনিময়ে ছেড়ে দেওয়ার মতো কাজকর্ম করে যাচ্ছে।
তার আচারন দেখে মনে হচ্ছে ডিবি হারুনের দায়িত্ব থাকে দেওয়া হয়েছে। দেখার মতো কেউ নেই, এ জেনো এক নতুন ফ্যাসিস জোন। রাজিউর রহমান একজন (এস আই) হয়ে যে কোন বাহিনীর প্রধানের ভূমিকা পালন করছে। কোন কিছুর তোয়াক্কা করছে না। সাধারণ মানুষের প্রশ্ন এখনি কিছু করতে হবে, লাগামহীন হয়ে গেলে নতুন এক ফ্যাসিবাদ শুরু হবে। আমরা একটা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি নতুন কোন ফ্যাসিবাদের কবলে পরতে চাইনা। আমাদের কে বাচান দেশ বাচান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, এস আই রাজিউর রহমান গত ঈদের আগে, আওয়ামী লীগের নেতাদের বাড়িতে ৫ থেকে ১০ কেজী করে আম পাঠিয়ে ঈদের সালামির আবদার করে সালামি নিয়েছে।এমনকি রাজিউর রহমান আসার পর থেকে এলাকার মাদক ব্যবসায়ীরা মাদকের রমরমা ব্যবস্থা করে যাচ্ছে। আশুলিয়া ফাঁড়ি পরিদর্শন করলে দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রে আওয়ামীলীগের নেতাদের আনাগুনা বেশি।