মানিকছড়ি সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত


মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলায় মানিকছড়ি সদর ইউনিয়নে ছাত্রদলের সাংগঠনিক সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া পক্ষে রাষ্ট্র কাঠামো মেরামতে জনগণের সম্পৃক্তকরণ এবং ছাত্রদলের সাংগঠনিক গতিশীলতা করার লক্ষে খাগড়াছড়ি মানিকছড়ি সদর ইউনিয়নে সাংগঠনিক সভায় অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪ টায় উপজেলা সদর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে মানিকছড়ি উপজেলা বিএনপি দলীয় অফিসে এই সভা করা হয়।  মানিকছড়ি সদর ইউনিয়নে ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ সভাপতিত্বে ও সদর ইউনিয়নে ছাত্রদলের যুগ্ম সাধারণ  সম্পাদক আশ্রাফুল ইসলাম সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি  ছাত্র  বিষয়ক সম্পাদক দেওলোয়ার হোসেন । প্রধান বক্তা ছিলেন,  উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমদাদ হোসেন উপজেলা বিএনপি

সহ- দপ্তর সম্পাদক,  উপজেলা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক আরিফ শিকদারসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন