আত্ব তাকওয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন



এসএম মিরাজ হোসাইন টিপুঃ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের কদমতলী এলাকায় আত্ব তাকওয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১২টায় হাজী আবেদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষ রোপন কর্মসূচির  উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর।

আত্ব তাকওয়া সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড কন্যা শিশু ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ এম সাগর, লক্ষী নারায়ন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আল হেলাল, আদমজীনগর অ্যাকটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ জাবেদ ওমর, আলোর দিশারী যুব কল্যাণ পরিষদের সদস্য মোঃ খোরশেদ আলম সহ স্থানীয় যুবক ও শিক্ষার্থী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন