নিজস্ব প্রতিবেদক :
নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার ১ লক্ষ টাকা না দেয়ার কারণে মুক্তিযোদ্ধা মহিউদ্দীন মোল্লার দোকানপাট ভাংচুরের ঘটানা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন ২নং ঢাকেশ্বরী বাসষ্ট্যান্ড সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লার মালিকানাধিন ৪টি দোকান ভেঙ্গে লুটপাট করেছে একটি চাঁদাবাজ চক্র।
জানা গেছে, বিগত ৫ আগষ্টের পর থেকে ধারাবাহিক ভাবে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় লুটপাট ও ভাংচুর চালিয়ে আসছে এই চাঁদাবাজ চক্রটি।
স্থানীয়রা জানান ২নং ঢাকেশ্বরী এলাকার ডাবুইল্লা, মামুন, জাকির, জামাল মিয়াসহ আরও অজ্ঞাত নামা বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে।
টাকা না দিলে দোকানপাট ভাংচুর করার হুমকি দেয় তারা, পরে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন,যার জিডি নং- ২২৯, তারিখ-০৪-১০-২৪ ইং, জিডি করার পরেও তারা ঐ দোকানের ভাড়া জোরপূর্বক তুলে আসছিলো, কেনো ভাড়ার টাকা তারা নিচ্ছে জানতে চাইলে তারা উত্তরে বলে, তোদের দোকান ভেঙে দেবো।
এর পরেই বৃহস্পতিবার ২৪ জুলাই দুপুরে উল্লেখ্যিত দোকানগুলো ভেঙ্গ চুরমার করে দেয় ঐ চাঁদাবাজ চক্রের সদস্য্যরা।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা মহিউদ্দীন মোল্লা জানান, দীর্ঘদিন যাবৎ ২নং ঢাকেশ্বরী বাসষ্ট্যান্ড সংলগ্ন সড়কের পাশে ৪টি দোকান নির্মাণ করেছি এবং শান্তিপুর্ণ ভাবে ভোগ দখল করছি কিন্ত ৫ আগষ্টের পর কতিপয় লোকজন দোকানগুলো দখল করার পায়তারা সহ এক লক্ষ টাকা চাদা দাবি করে।
এ ঘটনায় থানায় জিডি করার পরেও প্রশাসনের কোনো প্রকার তোয়াক্কা না করেই বৃহস্পতিবার সকালে দোকানগুলো ভেঙ্গে লুট করে নিয়ে যায় ডাবুইল্লা বাহিনী।
তারা দোকানগুলো কেনো ভেঙ্গে দিলো জিজ্ঞেস করলে উত্তরে তারা জানায় বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকনের নির্দেশে এই দোকান ভেঙ্গে দিয়েছে তারা।
মহিউদ্দিন মোল্লা বলেন,আমি একজন মুক্তিযোদ্ধা হয়েও চাঁদাবাজদের কাছে জিম্মি হয়ে আছি, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ দোকানগুলো ফেরত পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি।
এবিষয়ে স্থানীয়রা জানান,৫ আগষ্টের পর বিএনপির কিছু নতুন নতুন টোকাই নেতার জন্ম হয়েছ,যারা নিজেদের আখের গোছাতে বিভিন্ন মানুষের ঘর-বাড়ি জায়গা-জমি ও দোকানপাট দখল,লুটপাট ও ভাংচুর করার মতো জঘন্য কাজ করে বেড়াচ্ছে, এমনকি তারা প্রশাসনের কোনো তোয়াক্কা না করেই সাধারন ও নিরীহ মানুষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এমনকি মুক্তিযোদ্ধা ছাড় পাচ্ছেনা এই ধরনের চাঁদাবাজি,দখলবাজিসহ সকল প্রকার সন্ত্রাসী কার্যকলাপ থেকে,তাই এদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী এলাকাবাসির।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।