যুবদল নেতা ফাহিমকে বহিষ্কারে কর্মীদের আন্দোলন ও বিক্ষোভ মিছিল



নিজেস্ব প্রতিবেদকঃ

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহ সভাপতি মুশফিকুর রহমান ফাহিমকে প্রাথমিক যুবদলের সদস্যপদ থেকে বহিষ্কার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

গত ১২ জুলাই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারাদেশ কার্যকর করা হলে,দলীয় প্যাডে বহিষ্কারাদেশ সোশ্যাল মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়লে যুবদল নেতা মুসফিকুর রহমান ফাহিমের সমর্থক ও যুবদল কর্মীরা ১২ জুলাই বিকেল ৫ ঘটিকার সময় শহীদ ফারুক রোড যাত্রাবাড়ী চন্দনকোঠা এলাকায় উক্ত  বহিষ্কারাদেশের বিরুদ্ধে আন্দোলন ও প্রতিবাদ মিছিল করেন।

এছাড়াও উক্ত মিছিলে অংশ নেয় স্থানীয় এলাকাবাসী ও যাত্রাবাড়ী থানা যুবদলের নেতাকর্মীরা। 

এদিকে বহিষ্কারাদেশের  বিষয়টি নিয়ে যাত্রাবাড়ী থানা যুবদল নেতা ফাহিম জানান তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তদন্ত না করে বহিষ্কারাদেশ দিয়েছে দলের হাই কমান।

তাই আমাদের দাবি চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিমের বহিষ্কার অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং তারা  সাংবাদিকদের জানান  যতক্ষণ পর্যন্ত যুবদলের নেতা ফাহিমের বিরুদ্ধে মিথ্যা পরিকল্পিত অভিযোগ ও দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার না হবে,ততক্ষণ পর্যন্ত আমরা মাঠেই থাকবো।  

আন্দোলনরত যুবদলের কর্মীরা আরোও জানান, শরীয়তপুর হতে ঢাকা শরীয়তপুর পরিবহন বাস মালিক সমিতির কোনো পরিবহনেরই রোড পারমিট নাই।

এছাড়াও তারা ফ্যাসিস্ট  আওয়ামীলীগের ক্ষমতার জোর দেখিয়ে শরীয়তপুর পরিবহন অবৈধ ভাবে যাত্রাবাড়ীতে চলাচল করছে। 

শরীয়তপুর পরিবহন মালিক সমিতি গোসাইঘাট পরিবহন শরীয়তপুর শহরে ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবহন মালিক ও ড্রাইভারদের সাথে দ্বন্দ্ব চলে আসছে দীর্ঘদিন ধরে, তারই সূত্রপাত ধরে যাত্রাবাড়ী থানা সাবেক যুবদলের সহ-সভাপতি অত্যন্ত জনপ্রিয় যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী ও যুবদল নেতা কর্মীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন