নারায়ণগঞ্জে ১৩ কেজি গাজাসহ ২ জন গ্রেফতার


নিজস্ব প্রতি‌বেদক : নারায়ণগঞ্জের হাজীগঞ্জ কিল্লারপুল এলাকা থেকে ১৩ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার কেরছে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ। 

বৃহস্পতিবার রাত ০৩.৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ একটি গোপন সংবাদের  ভিত্তিতে অভিযান পরিচালনা কালে নারায়ণগঞ্জ সদর মডে  থানার হাজিগঞ্জ কিল্লারপুল এলাকা থেকে এই বিপুল  পরিমাণ মাদক জব্দ করে। 

পুলিশের দেয়া তথ্য মতে জানাযায়, হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর হতে পুলিশ দেখে পলায়নের চেষ্টাকালে একটি পিক-আপ গাড়ীতে থাকা আসামী ১) মোঃ সোলেমান (৪২) ও ২) মোঃ জোবায়ের সরকার (১৯) কে গ্রেফতার করে।

গ্রেফতাকৃত সোলেমান কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন ফতেহাবাদ এলাকার স্থায়ী বাসিন্দা এবং বর্তমান নারায়ণগঞ্জ সদর থানাধীন নগর খানপুর এলাকার ভাড়াটিয়া, মোঃ জয়নাল আবেদীনের ছেলে।  অপর জন,কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন দুলালপুর এলাকার মোঃ শরিফ সরকারের ছেলে।  

পুলিশ তাদেরকে গ্রেফতার করার সময় পিক-আপ গাড়িটি তল্লাশি করে পাঁচটি প্যাকেটে মোট ১৩ কেজি গাঁজা উদ্ধার করে এবং  পুলিশের অভিযান পরিচালনার সময় গাড়ীতে থাকা আরো ২ জন আসামী পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

এসময় মাদক বহনকারী পিক-আপ ও ১৩ কেজি গাঁজার মোট পাচটি প্যাকেট জব্দ করা হয়। 

আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলা নং -১৩/১৭-০৭-২৫ এর ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণীর ১৯(খ)/৪১ ধারা অনুযায়ী  আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন