আজাদ হোসেনঃ ডেমরার ঐতিহ্যবাহী সামসুল হক খানে এবারও গৌরব ও সাফল্য ধরে রেখেছে,জুলাই আগস্টের আন্দোলনের মধ্যেও রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী সামসুল হক খাঁন স্কুল এন্ড কলেজ বরাবরের মতো এবারও তার সাফল্য অর্জন করেছে।
শিক্ষা প্রতিষ্ঠানটিতে এবছর পাশের শতকরা হার ৯৪.৬৪। দেশের অন্যতম এ শিক্ষা প্রতিষ্ঠান ২০২৫ইং সালে এসএসসিতে ১৫২৩ জন ৬৩৫ A+ ও ১৪৪২ পাশ নিয়ে নজড়কাড়া সাফল্য অর্জন করেছে।
এবারের ফলাফলে এ প্রতিষ্ঠান বিজ্ঞান বিভাগ থেকে ৬১৯ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১ ও মানবিক বিভাগ থেকে ০৫ জন A+ এছাড়াও ইংলিশ ভার্সন থেকে পরীক্ষায় অবতীর্ণ ৭৯ শিক্ষার্থীর মধ্যে ৭২ শিক্ষার্থী A+ লাভ করে চমকে দিয়েছেন এই শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
এবছর এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেয়েদের অপেক্ষা ছেলেরাই বেশি A+ পেয়েছে। এদিকে ফলাফলে প্রাপ্তির পর শিক্ষাপ্রতিষ্ঠানটির গভর্নিংবডির সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মাননান উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দিত জানিয়েছেন।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোঃ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ২০২৫ ইং সালের এসএসসি পরীক্ষা বিগত সালের তুলনায় অবশ্যই কঠিন ও ব্যতিক্রম ছিল। কেবল মেধাবী শিক্ষার্থীরাই এ বছরের এসএসসি পরীক্ষায় ভালো করতে পেরেছে।
আমাদের শিক্ষার্থীরা বিগত সাফল্যের ধারায় এ বছরও সন্তোষজনক ফল অর্জন করেছে। তারা সত্যিই মেধাবী ও মনোযোগী শিক্ষার্থী । তবে ২০২৪ ইং সালের জুলাই বিপ্লবের ট্রমা অনেক শিক্ষার্থীকে নিদারুনভাবে প্রভাবিত করায় ইচ্ছা থাকা সত্ত্বেও সব শিক্ষার্থী এ বছর পরীক্ষায় ভালো করতে পারেনি, এই কথা গোটা বাংলাদেশের জন্য প্রযোজ্য।
দেখা গেছে, প্রতিষ্ঠান প্রাঙ্গণে আনন্দের বৃষ্টি আর বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস এক মনোরম পরিবেশের সৃষ্টি করেছে।
বর্ষার মশলধারায় বর্ষিত বৃষ্টি কিছুতেই উত্তীর্ণ শিক্ষার্থীদের আনন্দ মলিন করে দিতে পারেনি।
বিজ্ঞান বিভাগ থেকে A+ প্রাপ্ত এক শিক্ষার্থী মোঃ তানভীর আহমেদ আবেগ আপ্লুত হয়ে বলেছেন, অনেক ভয় ছিলো মনে তবুও মনের মতো ফল অর্জন করতে পেরেছি, আমি A+ পেয়েছি। আমার এ চমৎকার ফল অর্জনের পেছনে প্রিন্সিপাল স্যারের উৎসাহ ও শিক্ষকদের নিরলস চেষ্টা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে।
একজন অভিভাবক বলেন, আমার মেয়ে ইফফাত রিজিয়া সানি ব্যবসা শিক্ষা বিভাগ থেকে A+ পেয়েছে। বড় কথা হচ্ছে এ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অকৃত্রিমভাবে যত্ন করে, তাদের লক্ষ্যে পৌঁছে দেয় ।
উল্লেখ্যযে, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের দীর্ঘ ঐতিহ্য এসএসসি, এইচএসসি সহ সকল পর্যায়ে এ প্রতিষ্ঠানের সাফল্য ধারাবাহিকতা বজায় রেখে চলেছে, ২০১৫ ইং সালের ঢাকা বোর্ডে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এসএসসিতে ১ম স্থান অধিকার করে,২০১২ ইং সালে অর্জন করে ২য় স্থান । কলেজ শাখায়ও জন্মলগ্ন থেকেই নজরকাড়া রেজাল্ট করে আসছে।
এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রীরা দেশ-বিদেশে নামকরা উচ্চশিক্ষার অঙ্গনে শিক্ষার্থী হয়ে আছে, কেউ কেউ প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ দায়িত্বেও নিয়োজিত আছে। ঢাবি ও জগন্নাথে শিক্ষকদের মধ্যে এ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরাও রয়েছে । সহশিক্ষা তথা ক্লাব ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় এ প্রতিষ্ঠানের উদ্যোগ ও অনুশীলন অসাধারণ। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায়ও নিয়মিত অবদান রেখে যাচ্ছে । সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এগিয়ে যাবে বহুদূর এটাই আমাদর চাওয়া উক্ত প্রতিষ্ঠানটির পরিচালক মহোদয়ের নিকট।