মোঃ মাইনুল সিকদার, কালিয়াকৈর (গাজীপুর) :
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালামপুর এলাকায় সাহেবাবাদ এলাকায় আঞ্চলিক সড়কের উপর হতে গতকাল বুধবার সকালে অটোরিক্সা চালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। ওই এলাকার প্রত্যক্ষদর্শী ফরহাদ হোসেন জানান, সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কর্মস্থলে যাওয়ার পথে রাস্তার উপরে নগ্ন ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মরদেহটি দেখতে পায়। স্হানীয়রা কালিয়াকৈর থানায় খবর দিলে কালিয়াকৈর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায় নিহত যুবকের উরু ও পেটের অংশে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল, যা দেখে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। নিহতের স্ত্রী রসিদা বেগম কালিয়াকৈর থানায় এসে মরদেহ সনাক্ত করেন। নিহত অটোচালক শহিদুর রহমান গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা মংলা পাড়া গ্রামের মোখলেসের ছেলে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান,ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অপর দিকে সুলতান শেখ (৪০) নামের এক পিকআপ চালকের মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। নিহত সুলতান শেখ গাইবান্ধা জেলার শ্রীমু গ্রামের মৃত সিরাজুল ইসলাম শেখের ছেলে। নিহতের ছোট ভাই শেখ ফরিদ জানান, প্রায় ১৫ বছর যাবত তার ভাই সুলতান শেখ গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায় ৭০ মডেলের পিকআপ চালাতেন।শেখ ফরিদ আরো জানান, সকালে নিহতের মোবাইল ফোন থেকে তাদেরকে ফোন দিলে কালিয়াকৈরের সফিপুর বাজারের মডার্ন হাসপাতালে এসে তার ভাইয়ের মৃত দেহ দেখতে পান। কালিয়াকৈর থানা পুলিশের উপ পরিদর্শক এসআই আজিজুর রহমান জানান এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
Tags
গাজীপুর