সাতক্ষীরার শ্যামনগরে ইদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক নারীর

 


সাতক্ষীরা প্রতিনিধি :  সাতক্ষীরার শ্যামনগরে মুরগীর ফার্মে ইদুরের উপদ্রব দমন করতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আরিফা রুপবান (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার সোনাখালী গ্রামে নূর ইসলাম ঢালীর মুরগীর ফার্মে এদূর্ঘটনাটি ঘটে। 
আরিফা রুপবান ওই গ্রামে জহুর আলী মোল্যার স্ত্রী। 
স্থানীয়রা জানান, সাংসারিক প্রয়োজনে  বিকালে  আরিফা রুপবান তার প্রতিবেশীর বাড়ীতে যাওয়ার সময় অসাবধান বশত বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে গুরুতর আহত হন। স্থাণীয় এলাকাবাসী এসময় তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।   
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ন কবির মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  তিনি আরো জানান জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন