শেরপুরের ঝিনাইগাতী সদর ইউনিয়ন বিএনপি কর্মীদের সাথে নেতৃত্ব চেয়ে মতবিনিময় সভা

  



গোলাম রব্বানী-টিটু: (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদক ও বিএনপি কর্মীদের সাথে নতুন কমিটিতে নেতৃত্ব চেয়ে গতকাল মঙ্গলবার বিকালে খাদ্য ব্যবসায়ী হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বিএনপির সিনিয়র যুঘ¥ আহবায়ক ছাত্রদল, যুবদল নেতৃত্ব  থেকে উঠে আসা আব্দুল মান্নান এ মতবিনিময় সভার আয়োজন করেন । এর আগে উপজেলার সদরে মান্নানের সমর্থনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন । ৩নং ওয়ার্ড বিএনপির আলহাজ্ব সেকান্দর আলীর সভাপতিত্বে ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্ধ মান্নানকে আসন্ন ঝিনাইগাতী উপজেলা বিএনপির নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসাবে সমর্থন জানিয়ে জেলা নেতৃবৃন্ধকে দৃষ্টি কামনা করে বক্তব্য রাখেন । এ সময় আব্দুল মান্নান কান্না জড়িত কন্ঠে দলের দুর্দিনে তার ভূমিকা তুলে ধরে জেল,জুলুম, অত্যাচার, নির্যাতনের ঘটনা বর্ণনা করে দলের সাধারণ সম্পাদকের জন্যে সকলের নিকট দোয়া ও সমর্থন চান । গতকাল রাতে শেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করার ফলে উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব নিয়ে নেতা কর্মীদের চুলছেড়া বিশ্লেষণ শুরু হয়েছে । পাশাপাশি পকেট কমিটি আর নয় তৃনমুল নেতাদের মুল্যায়নের দাবি  ও নেতৃত্ব চাওয়া দলের সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ।  

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন