কালিয়াকৈরে ঋণের চাপে এক নারীর আত্মহত্যা



মোঃ মাইনুল সিকদার, কালিয়াকৈর (গাজীপুর) : 

গাজীপুরে কালিয়াকৈরে ঋণের চাপ সহ্য করতে না পেরে এবং পাওনাদারদের অতিমাত্রার চাপের কারণে সাবিনা আক্তার (৫০) নামের এক মহিলা আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত সাবিনা আক্তার উপজেলার কালামপুর এলাকার মজিবর রহমানের স্ত্রী।জানা গেছে নিহত সাবিনা আক্তারের স্বামী মজিবুর রহমান জাকারিয়া মনিরের নিকট থেকে বেশ কয়েক বছর পূর্বে বিদেশে লোক পাঠাবে বলে জনৈক বাবুলের নিকট কয়েক কিস্তিতে ৫ লক্ষ টাকা দেয়। কিন্তু জাকারিয়া মনিরকে বিদেশ পাঠাইতে ব্যর্থ হওয়ায় সেই টাকার দায় পড়ে মুজিবুর রহমানের উপর। এ নিয়ে এলাকায় একাধিকবার শালিস বৈঠক হয়। গত দুই সপ্তাহ আগে সেই সালিশ বৈঠকে ছয় সপ্তাহের মধ্যে ৫ লক্ষ টাকা মুজিবুর জাকারিয়া মনির কে ফেরত দিবে। ছয় সপ্তাহের মধ্যে  ফেরত দিতে ব্যর্থ হলে ৮ লক্ষ টাকা দিতে বাধ্য থাকিবে মর্মে একটি নং জুডিশিয়াল স্টাম্পে স্বাক্ষর করে নেয়া হয়। মূলত এই বিষয় নিয়ে পারিবারিক কলহের জেরে শুক্রবার দিবাগত মধ্যরাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সাবিনা আক্তার। কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে কালিয়াকৈর থানা একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন