কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, পিকআপ জব্দ

 


মোঃ নুর নবী জনি (সোনারগাঁও) : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ, বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ।

ওসি ওয়াহিদ মোর্শেদ জানান, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার লাঙ্গলবন্দর ব্রীজের কাছ থেকে গাঁজাসহ আব্দুল হাদী (২৮) ও মোঃ শাকিনুর রহমান (২৬) নামের দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।  এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা ও একটি পিকাপ উদ্ধার করা হয়। 

পরে মাদক মামলা আইনে মামলা দায়ের করে তাদের নারায়ণগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন