সাতক্ষীরায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাস বর্জন করে মানববন্ধন



সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সেনেটারি ন্যাপকিন চুরি, শিক্ষক-শিক্ষার্থীদের গালিগালাজসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে ক্লাস বর্জন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার (১৩ জুলাই) সকাল থেকে ক্লাস বর্জন করে স্কুলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে তারা। 

এসময় স্কুলের ১৫ জন শিক্ষক অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুল গালিগালাজসহ খারাপ ব্যবহার করেন। এছাড়া আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি স্কুলে থাকলে তারা কোনো ক্লাস নিবেন না বলে এসময় ঘোষনা দেন। 

অপরদিকে শিক্ষার্থীদের অভিযোগ, মেয়েদের সেনেটারি ন্যাপকিন চুরিসহ তাদের সাথে খারাপ ব্যবহার করেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের পদত্যাগ না করা পর্যন্ত তারা না করার ঘোষনা দেন।  এসময় তারা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। 

এদিকে, খবর পেয়ে বিদ্যালয়ে উপস্থিত হন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও পুলিশের একটি দল। তারা এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। 

অভিযুক্ত প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুল গালিগালাজের বিষয়টি অস্বীকার করে বলেন, তিনি একজন কড়া প্রধান শিক্ষক হওয়ায় শিক্ষকরা তার বিরুদ্ধে লেগেছেন। তবে স্কুলের অর্থ আত্মসাথের বিষয়ে তিনি বলেন, আওয়ামীলীগের সময়ে ভবন বরাদ্দের জন্য সাতক্ষীরা সদর-২ আসনের এমপিসহ বিভিন্ন দপ্তরে ঘুষ দেওয়া লেগেছে। যে কারনে স্কুল ফান্ডের টাকা নিয়ে ঘুষ দিয়েছি। তিনি আরো বলেন, কেউ না চাইলে তিনি স্কুলে থাকবেন না বলে আরো জানান। 

এ ব্যাপারে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তাদের কাছে রয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন