কিশোর তানিম হত্যায় পুলিশ বাদী মামলায় ১ মাসেও আসামী শনাক্ত ও গ্রেফতার হয়নি

নিহত: মোরশেদ আলম তানিম (১৮)


মো: লুৎফর রহমান (খাজা শাহ্): কিশোর তানিম হত্যা মামলায় ১মাসেও হত্যাকান্ডের সঠিক কারণ এবং অজ্ঞাত নামা আসামী সনাক্ত করে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ডিএমপি চকবাজার মডেল থানার মামলা নং- ১৫ তাং-২৫/০৭/২০২৫ইং ধারার ৩০২ দ:বি: সূত্রমতে বিগত ৩০জুন দিবাগত রাত ১২ টা ২০ মিনিট সময় মো: মোরশেদ আলম তানিম (১৮) থানাধীন নাজিম উদ্দিন রোড এলাকায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে বাসায় চলে যায়। পরদিন ১জুলাই তানিম বেশী অসুস্থ্যবোধ করলে তার মা বাবা তাকে পুনরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসার জন্য ভর্তি করায়। অতপর হাসপালে ভর্তির পরদিন ২জুলাই ভোর ৫.০০ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় তানিম হাসপাতালে মারা যায়। খবর পেয়ে চকবাজার মডেল থানার এস আই মো: মানিক উদ্দিন তানিম এর লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।  সুরতহাল রিপোর্টে তানিমের কোমরে ও উরুতে একাধিক ছুরিকাঘাতের ক্ষত চিহ্ন পাওয়া গেছে বলে সুরতহাল রিপোর্টে প্রকাশ। অতপর এ ব্যাপারে তানিমের মা-বাবা ও আত্নীয়  সজন কেহই থানায় মামলা করেনি বিধায় তানিমের মৃত্যুর ২৩দিন পর চকবাজার মডেল থানার এস আই মো: মানিক উদ্দিন বাদী হয়ে থানার মামলা নং-১৫, তাং-২৫/০৭/২০২৫ইং ধারা: ৩০২ দ:বি: দায়ের করিলে থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান থানার এস আই মো: রাজু আহমেদ কে মামলাটি তদন্তভার প্রদান করেন। গত ২০ ও ২১ আগস্ট এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রাজু আহমেদ এর সাথে স্বাক্ষাতে এবং ফোনে যোগাযোগ করে তানিমের মৃত্যু সংক্রান্তে অপরাধী গ্রেফতার প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান যেহেতু মামলাটি অজ্ঞাতনামা আসামী দিয়ে রুজু করা হয়েছে তাই এব্যাপারে এখন পর্যন্ত আসামী শনাক্ত করা সম্ভব হয়নি বিধায় আসামী গ্রেফতার করা যচ্ছে না। মামলা সূত্রে প্রকাশ মোরশেদ আলম তানিম (১৮) এর পিতার নাম- মো: ফিরোজ আলম আবীর (৪৮) স্থায়ী ঠিকানা: গ্রাম: বামনা, থানা: রায়পুর, জেলা: লক্ষ্মীপুর, বর্তমান ঠিকানা: ৭নং নূরবক্স লেন, বংশাল, ঢাকা। গতকাল মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে ফোন আলাপে জানাযায় নিহত মোরশেদ আলম তানিম (১৮) গত বছর এস এসসি পরীক্ষা দিয়েছিলো, কিন্তু কোন স্কুল থেকে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। এক স্বাক্ষাতে এ প্রতিবেদক সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একাধিক স্বর্ণপদক পুরষ্কার প্রাপ্ত লেখক-কবি কলামিষ্ট এবং ডেইলি নিউজ বিডি.অনলাইনের নির্বাহী সম্পাদক মো: লুৎফর রহমান (খাজা শাহ্) এর এক প্রশ্নের জবাবে মামলাটির তদন্তকারী কর্মকর্তা এস আই মো: রাজু আহমেদ বলেন, এ ব্যাপারে পুলিশী তদন্ত ও আসামী সনাক্ত করনের কার্যক্রম এবং অপরাধী গ্রেফতারে পুলিশী তৎপরতা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন