টঙ্গীর এরশাদ নগরে মাদক ব্যবসায় ইব্রা মিয়ার পুরো পরিবার!


  •  
  • প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ স্থানীয়রা

 টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর এরশাদ নগরে মাদক ব্যবসার ভয়াবহ বিস্তার নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ উঠেছে—এরশাদ নগর ১নং ব্লকের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবরাহীম ঈবা উরফে ইব্রা মিয়া নিজেই মাদকের হোতা। তার নেতৃত্বে পুরো পরিবার প্রকাশ্যে ইয়াবা, প্যাথডিন ও গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রা মিয়া নিজ হাতে প্যাথডিনের ব্যবসা পরিচালনা করে। তার মেয়ে রিতা, অন্য মেয়ে সাবিনা ও সাবিনার মেয়ে আলো—তিনজনকেই নিয়মিত মাদক ব্যবসায় সক্রিয় দেখা যায়। শুধু তাই নয়, ইব্রা মিয়ার স্ত্রীও এই ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। ফলে একটি পরিবারের সবাইকে ঘিরেই গড়ে উঠেছে ভয়ংকর এক মাদক সিন্ডিকেট। 

এরশাদ নগরের সাধারণ মানুষ বলেন, মাদক ব্যবসার কারণে এলাকায় কিশোররা বিপথগামী হচ্ছে, নষ্ট হচ্ছে সামাজিক পরিবেশ। তবে প্রশাসন বিষয়টি জানলেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এতে হতাশা ও ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। 

স্থানীয়দের দাবি, রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে ইব্রা মিয়া ও তার পরিবার দীর্ঘদিন ধরে মাদকের সাম্রাজ্য বিস্তার করেছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে মাদকের এই ভয়ংকর নেটওয়ার্ক আরও ছড়িয়ে পড়বে। 

এলাকাবাসীর প্রশ্ন: মাদক ব্যবসার সঙ্গে প্রকাশ্যে একটি পরিবার জড়িত থাকার পরও প্রশাসন কেন নির্বিকার? 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন— 

“মাদক একটি সামাজিক ব্যাধি। আমরা মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। অভিযোগের ভিত্তিতে আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং  আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রভাবশালী বা রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিও ছাড় পাবে না।”


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন