কুমিল্লা মুরাদনগর থেকে ফিরে মো: লুৎফর রহমান (খাজাশাহ্): ঐতিহাসিক জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বৃষ্টিতে ভিজে পৃথক মিছিল করেছে বিএনপি, জামায়াত ও ইসলামি আন্দোলন। গত মঙ্গলবার বিকাল ৫টা ০৫ মি: সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর দিক নির্দেশনায় বিজয় মিছিল করেছে মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। মিছিলটি বিএনপির কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। উপজেলা যুবদলের সদস্য মাসুম মুন্সীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক এডভোকেট নাসির উদ্দিন, ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসানসহ আরো অনেকে।
এর আগে বেলা ৪টায় জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখা। মিছিলটি উপজেলার ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেছে। জামায়াতের যুব সভাপতি জালাল উদ্দিনের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক আবদুল মতিন, মুরাদনগর আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলিয়াস, সাবেক উপজেলা জামায়াতের আমির মনসুর মিয়া প্রমুখ।
এছাড়া বিকাল ৫টা ৪৫মি: সময় গণমিছিল করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ মুরাদনগর উপজেলা শাখা। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেছে। এ সময় উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন মুরাদনগর উপজেলা শাখার সভাপতি মোঃ মফিজুল ইসলাম, সহ সভাপতি মোঃ হোসেন মোল্লা, যুগ্ম সম্পাদক শেখ সাইফুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি এম এম শোয়াইব হোসেন ও সেক্রেটারি মোঃ ফকরুল ইসলাম মারজান সহ আরো অনেকে।
Tags
মুরাদনগর