বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর উজ্জ্বলকে ২৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছে।
স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীরা জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দীর্ঘ প্রায় ১৬ বছর গডফাদার খ্যাত ওসমান পরিবারের দোসর বল্টু আমজাদের সহযোগী ছিলেন এই উজ্জ্বল।
বর্তমান সময়ের প্রেক্ষাপটে ২৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বনে গেছেন তিনি। এমনকি সকল কাজে পারদর্শী বল্টু আমজাদের সহযোগিতা নিয়ে আকিজ গ্রুপ দখল করে মাটি কাটার সিন্ডিকেট চালাতো তার নামে।
সেই বহুরুপী উজ্জ্বল এখন স্থানীয় বিএনপি নেতাদের চৌকাঠ মাড়িয়ে বিএনপির নেতা বনে গেছেন স্থানীয় নেতারা জানান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও নাঃ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউছুফ খান টিপুর কাছে দৌড়ঝাপ করে এখন বিএনপির একজন সফল নেতা বনে গেছেন তিনি।
স্থানীয় বিএনপি নেতারা মনে করেন, এদের মত লোক বিএনপিতে আনা মানে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা।
ফ্যাসিস্ট সরকারের আমলে বল্টু আমজাদ এর সাথে গাড়ি বহর নিয়ে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে দেখা যায় উজ্জ্বলকে।
মহানগর বিএনপির নেতাদের সাথে স্বক্ষতা তৈরি করে এখন বনেছেন ২৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
ওসমান পরিবার দেশছাড়া হলে কৌশলে আওয়ামী লেবাস পরিবর্তন করে বর্তমানে বিএনপির নেতা হয়ে গেছেন এই উজ্জ্বল।
স্থানীয় বিএনপি নেতারা আরোও জানান, বিএনপির সাথে মিলে সকল ধরনের তথ্য ওসমান পরিবারের আরেক দোসর বল্টু আমজাদকে স্পালাই করে থাকে।
ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর এই উজ্জল ২৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতারাসহ এলাকার সচেতন মহল।
সরেজমিনে উক্ত সংবাদের সত্যতা যাচাই করতে গেলে স্থানীয় এলাকাবাসী জানান, ওসমান পরিবারের নাম বিক্রি করে তাদের কাছের লোক পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করত বর্তমান বিএনপি নেতা উজ্জল।
এমনকি সেলিম ওসমানের নির্বাচনে বল্ট আমজাদ ও উজ্জল একসাথে একে অন্যের সহযোগী হয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছেন বলে দাবী এলাকাবাসীর।
স্থানীয় বিএনপি ও এলাকাবাসী নতুন এই বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও তৃনমুল বিএনপির নেতৃবৃন্দের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন।
এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্পষ্ট বার্তা কোন আওয়ামী স্বৈরাচারী আমাদের বিএনপিতে স্থান পাবে না।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের প্রশ্ন? তা হলে উজ্জ্বল কি ভাবে শহীদ জিয়ার আদর্শের গড়া বিএনপির মতো একটি সুনামধন্য দলে স্থান পায়?
এবিষয়ে ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোনকল রিসিভ করেনি।
অন্যদিকে ২৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক উজ্জল জানান, আওয়ামীলীগের সঙ্গে তো ছবি থাকতেই পারে, বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদনের ছবি প্রসঙ্গে তিনি জানান হে আমি গিয়েছি আমজাদ মিয়ার সাথে তো কিছু হয়েছে?
২৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ জানান, উজ্জল কখনও আওয়ামীলীগ করেনি, তার বন্ধুরা আওয়ামী রাজনীতি করতো, তাছাড়া আমজাদও উজ্জ্বলের বন্ধু তাদের সাথে তো চলাফেরা থাকতেই পারে।