নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে তাঁতী লীগ, শ্রমিক লীগ ও যুবলীগের লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনূর আলম।
গ্রেফতারকৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগের সভাপতি লায়ন মো. ইউসুফ মাসুদ (৪২), নাসিক ৩নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি সেলিম খান (৬০) এবং নাসিক ৭নং ওয়ার্ড যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল (৩৫)।
সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগের সভাপতি লায়ন ইউসুফ মাসুদ সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক, নাসিক এর সাবেক প্যানেল মেয়র এবং নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির ভাগিনা।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, গ্রেফতারকৃত দুইজন বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন মামলার এজাহারভুক্ত আসামি। অপরজনের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে এবং এজাহারভূক্ত দুইজনকে বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Tags
নারায়ণগঞ্জ