খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সংগঠনের উদ্যোাগে বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় দলীয় অফিস সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রদক্ষিন করে দলীয় অফিস এসে আলোচনা সভা মিলিত হয়।
আলোচনা সভাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তালেব, প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর প্রমূখ।
এছাড়াও অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, চট্টগ্রাম শ্রমিক ফেডারেশন যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, জেলা ছাত্রদলের দফতর সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাষ্টার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, মানিকছড়ি সদর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকদল সভাপতি মোঃ আল ফারুক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম, উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা বেগম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আমির হোসেন, যোগ্যাছোলা ইউনিয়নে বিএনপি সভাপতি মো: জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ডাঃ ইসলাম হোসেনসহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন বিএনপির ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের ভোটাধিকার অধিকার আদায়ের সংগ্রাম করছে। আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে দেশের গনতন্ত্র ফিরিয়ে পেয়েছে। আগামীতে খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভুঁইয়া পক্ষে ভোট দিয়ে বিএনপি মাধ্যমে নতুন সরকার গঠন করে দেশের সুষ্ঠুভাবে দেশ পরিচালনায় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে ও কেক কেটে বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। সন্ধ্যায় উপজেলায় মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হবে।