খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদ রজত জয়ন্তী উদযাপন

 


খাগড়াছড়ি প্রতিনিধি:

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ৩১আগষ্ট ২০০০ সালের প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংগঠনে হাতি পা পা করে পঁচিশ বছর পূর্ণ হওয়া রজত জয়ন্তী উপলক্ষে নানা আয়োজনে দিনব্যাপী আলোচনা সভা ও কেক কাটাসহ বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করা হয়েছে।  

রজত জয়ন্তী  উপলক্ষে রবিবার (৩১ আগস্ট) দিনব্যাপী খাগড়াছড়ি আটটি উপজেলাতে ভোর ৬ টায় থেকে জাতীয় পতাকায় ও দলীয় পতাকায় উত্তোলন করা হয়।  

খাগড়াছড়ি জেলা সদর কমিটির আয়োজনে দুইটি পর্ব বিভক্ত করে সকালে আলোচনা সভা বিকেলে সংক্ষিপ্ত  আলোচনা শেষে রজত জয়ন্তী উপলক্ষে কেক কাটা হয়।

আলোচনা সভাতে খাগড়াছড়ি জেলা শাখা কমিটি যুব ঐক্য পরিষদ  সভাপতি ইঞ্জিনিয়ার ক্যরী মগ ও থৈইউ মারমা  খাগড়াছড়ি সদর উপজেলা মারমা ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, এসময় অতিথি আরোও  উপস্থিত ছিলেন, মানিকছড়ি বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, খাগড়াছড়ি জেলা শাখা কমিটি সভাপতি কংচাইরী মাষ্টার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কংজপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক ক্যজরী মারমা, থোয়াইহ্লাপ্রু মারমা, সদর উপজেলা কমিটি সভাপতি মংখই মারমা, খাগড়াছড়ি জেলা কমিটি মহিলা ঐক্য পরিষদ সভানেত্রী চাইঞা মারমা, নারীনেত্রী উক্রাচিং মারমা, খাগড়াছড়ি  জেলা কমিটি সহ- সাধারণ সম্পাদক অংগ্য মারমাসহ অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মারমা ঐক্য পরিষদ সংগঠন রজত জয়ন্তী উপলক্ষে সংগঠনে প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা'কে  মানিকছড়ি বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন শুভেচ্ছা সম্মাননা স্বারক ক্রেচ প্রদান করা হয়। 

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সংগঠনে খাগড়াছড়ি জেলাসহ রাঙ্গামাটি, বান্দরবানে তিন পার্বত্য জেলা পাহাড়ের আনাচে-কানাচে উপ- কমিটির ছাত্র, যুব, মহিলা, শিল্পী, পেশাজীবি ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন