চাঁদাবাজির অভিযোগে রায়পুর স্ট্যান্ডে চালকদের গণধোলাইয়ের শিকার বিএনপি নেতা


মু. ওয়াহিদুর রহমান মুরাদ, লক্ষ্মীপুর :

লক্ষ্মীপুরের রায়পুরে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অফিস খরচের নামে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ, ধাওয়া ও গণধোলাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর থানার পাশে সিএনজি স্ট্যান্ডে পৌর বিএনপির ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির লস্কর চালক ও স্থানীয়দের ধাওয়ার মুখে পালিয়ে যান। এর আগে চালকরা তাকে গণধোলাই দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

চালক ও মালিকরা অভিযোগ করেন, হুমায়ুন লস্কর এবং পৌর বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতি নুরুল হুদা নান্টু দীর্ঘদিন ধরে চাঁদা তুলে আসছেন।

অভিযোগের বিষয়ে হুমায়ুন লস্কর সংবাদ সম্মেলনে বলেন, “আমি কোনো টাকা নিইনি। তাদের সঙ্গে কথা বলার সময় তারা আমার ওপর হামলা করেছে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি।” অপর অভিযুক্ত নান্টু জানান, তিনি কোনো ধরনের চাঁদা আদায়ের সঙ্গে জড়িত নন।

ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন চালকরা হুমায়ুন লস্করকে ধাওয়া করছে। পরে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এদিকে সোমবার বিকেলে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, হুমায়ুন লস্কর নিজেকে সিএনজি-অটো মালিক সমিতির সভাপতি পরিচয় দিয়ে রায়পুর পৌরসভার টোল আদায়কারী শাকিলের কাছ থেকে টাকা নিতে চেষ্টা করছেন। শাকিল অভিযোগ করেন, “এর আগে নান্টু আমার কাছ থেকে টাকা নিয়েছে, পরে লস্করও টাকা চায়। চালকরা বাধা দিলে সে পালিয়ে যায়।” এ ঘটনার পর শাকিল সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনার পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিএনজি স্ট্যান্ডে মালিক ও শ্রমিকরা বিএনপি নেতা হুমায়ুন লস্কর, নান্টু ও আনিছুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেন। তারা চাঁদাবাজির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

রায়পুর পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি এবিএম জিলানী বলেছেন, “রায়পুর পৌরসভায় কোনো ধরনের চাঁদাবাজির স্থান হবে না। যার বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

রায়পুর-রামগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি জামিলুল হক জানান, “চাঁদাবাজির বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়েছে। যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন