আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তবর্তী পাতাড়ী ইউনিয়নের কাঁড়িয়াপাড়া গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে সর্বস্বান্ত হয়েছে মাওলানা আলতাব হোসেন এর পরিবার।
ভুক্তভোগী মাওলানা মো. আলতাব হোসেন ঘটনার বিবরণে জানান, পরিবারের সবাই ঘুমিয়ে ছিল হঠাৎ বাড়ির চালে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন তার নিজের ও তিন ছেলে আতিক বাবু, মেসবাউল হক ও সাখাওয়াত হোসেনের ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরবাড়ি, আসবাবপত্র, ধান-চাল, কাপড়চোপড়, হাঁস-মুরগি, টাকা-পয়সা ও বিপুলসংখ্যক ইসলামী বইপত্রসহ প্রায় ১৫–২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে সাপাহার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও কাঁচা রাস্তা ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে আগুন নেভাতে কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদ। সংগঠনের পক্ষ থেকে ৪ বান টিন (নয় ফুটি সাইজের ৩২টি টিন) ও বহনের জন্য গাড়িভাড়া সহায়তা দেওয়া হয়।
সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা মুফতি মুজাম্মেল হক দাঃবাঃ, সাধারণ সম্পাদক মুফতি জহির রায়হান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমিন, হাফেজ আনোয়ার, হাফেজ মাহমুদুল হক, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা কামরুল ইসলাম, মুফতি এনামুল হকসহ অন্যান্য সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, মানবসেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ইত্তেহাদুল ওলামা পরিষদের নৈতিক দায়িত্ব। তারা ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।
Tags
সাপাহার