সাপাহারে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় ছাত্র শিবিরের হেল্প ডেক্স


আব্দুল আলিম সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সার্বিক সহায়তা প্রদানের লক্ষ্যে হেল্প ডেক্স চালু করেছে সাপাহার সরকারি কলেজ ছাত্রশিবির।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজ শিবিরের সভাপতি রাফিউল ইসলাম এবং নেতৃত্বে ছিলেন সেক্রেটারি আহসান হাবিব। হেল্প ডেক্স কার্যক্রমের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দেওয়া হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, প্রাথমিক চিকিৎসা, বিশুদ্ধ পানি সরবরাহ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জরুরি কল সেবা।

সরোজমিনে ঘুরে দেখা যায়, কলেজ ক্যাম্পাসে আগত শিক্ষার্থীরা হেল্প ডেক্স থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন। ভর্তি হতে আসা এক শিক্ষার্থী রাজু আহমেদ জানান, "এই ধরনের সেবা পেয়ে আমরা দারুণ খুশি। আমাদের কাগজপত্র গুছিয়ে দিচ্ছে, খাবার পানি ও কলম দিচ্ছে। ছাত্রশিবির কে ধন্যবাদ জানাই এ উদ্যোগের জন্য।"

এ বিষয়ে কলেজ শিবিরের সভাপতি বলেন, "আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।"

উল্লেখ্য, ভর্তি মৌসুমে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোয় কলেজ ক্যাম্পাসে ছাত্রশিবিরের এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সবার।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন