দেওয়ানগঞ্জে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরের দেওয়ানগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বি. এম কলেজ হলরুমে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১২ অক্টোবর) দুপুরে কলেজের শিক্ষক-কর্মচারীরা এ আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, স্থানীয় ব্যক্তি মোঃ মাজহারুল ইসলাম কলেজের বিরুদ্মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এনে শিক্ষক ও কর্মকর্তাদের হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন। তারা জানান, মাজহারুল অতীতে বিভিন্ন রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করেছেন এবং বর্তমানে মামলা-মোকদ্দমার আসামী হয়েও হুমকি দিচ্ছেন।

বক্তারা আরও বলেন, কলেজের কোনো শিক্ষক বা শিক্ষার্থীকে কখনও অন্যায়ভাবে বহিষ্কার করা হয়নি। মাজহারুলের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

অধ্যক্ষসহ শিক্ষকরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন