রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্র দলের আয়োজনে মাদক বিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


হাফেজ নজরুল : কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্র দলের আয়োজনে মাদক বিরোধী ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেলে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে বায়েজিদ মিয়া ও নজরুল ইসলামের যৌথ  সঞ্চালনায় এবং  বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কুমিল্লা জেলা শাখার সদস্য-সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা উত্তর জেলা শাখার ও কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ-সম্পাদক  ফারুক আহমেদ লিটন এর সার্বিক ব্যবস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বি এনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য,সাবেক-যুগ্ম সাধারণ সম্পাদক ও রামচন্দ্রপুর উত্তর দক্ষিণ ইউনিয়ন বি এনপির অবিভাবক, রামচন্দ্রপুর সোনা মিয়া মোল্লা দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোল্লা গোলাম মহিউদ্দিন। 

বিশেষ অতিথি ছিলেন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন বি এনপির সভাপতি হাজী মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান, বি এনপি নেতা এড,মহসিন।

উপস্থিত ছিলেন, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন বি এনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম,উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব জহিরুল ইসলাম শাহিন, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন সেচ্ছাসেক দলের সভাপতি মাইন উদ্দিন, তাজুল ইসলাম সাইফুল মাস্টার, আনিসুর রহমান।

রেফারীর দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও বি এনপি নেতা এস এম তামজিদ নেওয়াজ।

সবুজ দল ও লাল দলের মধ্যে টান টান উত্তেজনা মুলক খেলাটি উপভোগ করেন কয়েক হাজার দর্শক। 

লাল দল সবুজ দলকে এক শূন্য গোলে হারিয়ে লাল দলের ক্যাপ্টেন মোঃ আলআমিন জিয়া ও তার দলের সদস্যরা চ্যাম্পিয়ন  ট্রফি গ্রহণ করেন এবং সবুজ দলের ক্যাপ্টেন ফারুক আহমেদ লিটন ও তার দলের সদস্যর রানার্সআপ ট্রফি গ্রহণ করেন। 

রামচন্দ্রপুর উত্তর দক্ষিণ ইউনিয়ন বি এনপি ও  অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণসহ ছাত্র দলের বর্তমান ও সাবেক সদস্যগণ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন