বাঁশখালীর কাতার প্রবাসীকে গলাকেটে হত্যা



বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বাঁশখালীর কাতার প্রবাসী আসিফ মুহাম্মদ সায়েম নামের এক যুবককে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে কাতারস্থ বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আসিফ মুহাম্মদ সায়েম বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ১নং ওয়ার্ড দক্ষিণ গন্ডামারা তালুকদার বাড়ির মোহাম্মদ মোজাম্মেল হকের ছেলে।

জানা গেছে, প্রায় ৪ বছর আগে প্রবাস জীবন শুরু করেন সায়েম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

বর্তমানে নিহতের মরদেহ কাতার পুলিশের হেফাজতে হাসপাতালে রাখা হয়েছে। হত্যাকারীকে সিসিটিভি ফুটেজ দেখে আটকের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

নিহত সায়েমের পিতা মোহাম্মদ মোজাম্মেল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেকে খুন করে ফেলল। সংসার চালানোর একমাত্র ভরসা ছিল আমার ছেলেটি।

নিহতের ভাই-বোনরা ভাই হারানোর শোকে ভেঙে পড়েছেন। গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। সরকারি প্রক্রিয়ার মাধ্যমে নিহতের মরদেহ দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসকে অবহিত করা হবে।

সায়েমের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছে শোকাহত পরিবার।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন